ঢাকা, শুক্রবার, ২৮ জুন ২০২৪ | ১৩ আষাঢ় ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পিরোজপুরে যাবজ্জীবন আসামি পুলিশের হাতে আটক

পিরোজপুর প্রতিনিধি
🕐 ২:১২ অপরাহ্ণ, মে ২৪, ২০২৪

পিরোজপুরে যাবজ্জীবন আসামি পুলিশের হাতে আটক

পিরোজপুর সদর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দেবরকাঠী এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোসাঃ সাদিয়া আফরোজ দোলা (৩৪) কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত সাদিয়া আফরোজ দোলা শহরতলীর দক্ষিন মাছিমপুর এলাকার আবির শেখ প্রিন্স এর স্ত্রী।

পুলিশ এসময় তাদের হেফাজতে থাকা বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। পিরোজপুর সদর থানার ওসি মোঃআশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি আশিকুজ্জামান জানান, তিনি ও এস আই রঞ্জিত সরকার সঙ্গীয় ফোর্স এবং র‌্যাব-৮ এর একটি টিমের সহায়তায় তথ্য প্রযুক্তির মাধ্যমে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দেবরকাঠী এলাকা হইতে রাত সাড়ে আটটার দিকে তাদের গ্রেফতার করা হয়। এসময় বাড়ীতে তল্লাশিকালে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি জানান, সাদিয়া আফরোজ দোলার বিরুদ্ধে পিরোজপুর সহ দেশের বিভিন্ন থানায় অর্ধডজনের বেশী মাদক মামলা রয়েছে।

 
Electronic Paper