ঢাকা, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ | ১৮ আষাঢ় ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাচনে অনিয়মে ৩৩ জনের সাজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
🕐 ৮:০৯ অপরাহ্ণ, জুন ০৫, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাচনে অনিয়মে ৩৩ জনের সাজা

ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলা পরিষদের নির্বাচনে বিভিন্ন অনিয়মের দায়ে ৩৩জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ১০৭ মামলায় ৩লাখ ৮২হাজার ৯শত টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৫ জুন) জেলার সদর উপজেলা, বিজয়নগর উপজেলা ও নবীনগর উপজেলায় এই জরিমানা আদায় ও সাজা দেয়া হয়।

 

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জেসমিন সুলতানা জানান, বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলা পরিষদ, বিজয়নগর উপজেলা পরিষদ ও নবীনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিভিন্ন অপরাধের কারনে তিন উপজেলায় ৩৩জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ১০৭ টি মামলায় ৩লাখ ৮২হাজার ৯শত টাকা জরিমানা করা হয়েছে।

এর মধ্যে সদর উপজেলায় ৬১টি মামলার মধ্যে ৪২ মামলায় ৪২ জনকে ২লাখ ১৭হাজার ৯শত টাকা জরিমানা ও ১৯ মামলায় ১৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

সেইসঙ্গে বিজয়নগর উপজেলায় ২৮টি মামলার মধ্যে ১৮টি মামলায় ১৮ জনকে ৮৩হাজার টাকা জরিমানা ও ১০ মামলায় ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

অপরদিকে নবীনগর উপজেলায় ১৮ টি মামলার মধ্যে ১৪টি মামলায় ১৪ জনকে ৪২হাজার টাকা জরিমানা এবং ৪ মামলায় ৪ জনকে সাজা প্রদান করা হয়েছে।

 
Electronic Paper