ঢাকা, সোমবার, ১ জুলাই ২০২৪ | ১৭ আষাঢ় ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চুয়াডাঙ্গায় বিএসএফের ছররা গুলিতে বাংলাদেশী যুবক আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
🕐 ৬:০২ অপরাহ্ণ, মে ২৯, ২০২৪

চুয়াডাঙ্গায় বিএসএফের ছররা গুলিতে বাংলাদেশী যুবক আহত

চুয়াডাঙ্গার দামুড়হুদার বাড়াদি সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে বিএসএফের ছররা গুলিতে এক বাংলাদেশী যুবকের সর্বাঙ্গ ঝলসে গেছে বলে জানা গেছে। ২৮ মে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে। বিএসএফের গুলিতে আহত যুবককে আজ (২৯ মে) ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহত রবিউল হোসেন দামুড়হুদা উপ‌জেলার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের মৃত করিম মোল্লার ছেলে।

স্থানীয় গ্রামবাসীরা জানান, মঙ্গলবার (২৮ মে) রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা দামুড়হুদা সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের মৃত করিম মোল্লার ছেলে রবিউল হোসেন বাড়াদি সীমান্তের ৭৯/৮০ পিলারের কাছ দিয়ে চোরাইপথে ভারতে প্রবেশ করে গভীররাতে ফিরে আসছিল। এ সময় বিজয়পুর ক্যাম্পের টহল বি এস এফের সামনে পড়লে তারা ৫/৬ রাউন্ড ছররা গুলিবর্ষন করে। বিএসএফের ছোড়া গুলিতে রবিউল হোসেন মারাত্বক আহত অবস্থায় সীমান্তপার হয়ে চলে আসে। পরে পরিবারের লোকজন তাকে বুধবার (২৯ মে) ভোরে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় ইউপি মেম্বার মো: চঞ্চল বলেন, আমি সকালে গ্রামবাসীদের মুখে শুনেছি তাদের অনেকেই রাতে গুলির শব্দ শুনেছে।

এ বিষয়ে বাড়াদি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক সুবেদার আবুল বাসার জানান, গুলি ছোড়ার বিষয়ে বিকাল ৫ টার দিকে ৭৯/৮০ পিলারের কাছে বি এস এফের সাথে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।

দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, বাড়াদি সীমান্তবর্তি গ্রাম এলাকা পরিদর্শন করেছি। গ্রাম ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ও্‌ইদিন গভীররাতে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।

 
Electronic Paper