ঢাকা, সোমবার, ১ জুলাই ২০২৪ | ১৭ আষাঢ় ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভালুকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই কর্মী আহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
🕐 ৪:৫৯ অপরাহ্ণ, জুন ০৪, ২০২৪

ভালুকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই কর্মী আহত

ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে চেয়ারম্যান প্রার্থী হাজী রফিকুল ইসলামের দুই সমর্থক গুরুতর আহত হয়েছেন। তারা হলেন ইউপি সদস্য খলিলুর রহমান মাসুদ ও আসাদ খন্দকার। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

সোমবার (৩ জুন) রাতে উপজেলার দক্ষিণ হবিরবাড়ির জব্বারের মোড় এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় মডেল থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনের নামে মামলা (নম্বর-৫) হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতীক) রফিকুল ইসলামের পক্ষে প্রচারণা শেষে বাসায় যাওয়ার পথে উপজেলার দক্ষিণ হবিরবাড়ির জব্বারের মোড় এলাকায় ওত পেতে থাকা অপর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মহিউদ্দিনের (মোটরসাইকেল প্রতীক) লোকজন খলিলুর রহমান মাসুদের উপর হামলা চালায়। এ সময় তার সাথে থাকা অপর কর্মী আসাদ খন্দকার বাচাঁতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় রাতেই আহত খলিলুর রহমান মাসুদ বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মহিউদ্দিনের ছোট ভাই মোঃ সালাহ উদ্দিন সরকার ৫০), ভাতিজা রেজাউল করিম বাবু (৩৫), মোঃ সোহেল আকন্দ (৩৬), মফিজুল হক আকন্দ (৩০), মফিজুল হক আকন্দ (৩০), রতন খন্দকার (৩০), জজ মিয়া (৩৫), মোঃ হোসেন আলী (৫৩), মনির উদ্দিন (২৮), মো সোহাগ (৩০) ও সাইজুদ্দিন খন্দকারের (৪৫) নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনের নামে মডেল থানায় মামলা করেছেন।

ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) শাহ্ কামাল আকন্দ জানান, নির্বাচনী সহিংসতার ঘটনায় মামলা হয়েছে এবং আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 
Electronic Paper