ঢাকা, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৩ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আটঘরিয়ায় জামানত হারাচ্ছেন ৭ প্রার্থী

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
🕐 ৪:৩৩ অপরাহ্ণ, জুন ০৫, ২০২৪

আটঘরিয়ায় জামানত হারাচ্ছেন ৭ প্রার্থী

গত ২৯ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে পাবনার আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে ৭ জন জামানত হারাতে যাচ্ছেন।

 

নিয়ম অনুযায়ী, কাস্টিং ভোটের ১৫% ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। সে মোতাবেক ভাইস চেয়ারম্যান পদে মোঃ ইউসুফ আলী (তালা প্রতীক) পেয়েছেন ৮,০৩৯ ভোট। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নীলা খাতুন (পদ্মফুল প্রতীক) ৭,৬১৯ ভোট, সামেলা খাতুন (সেলাই মেশিন প্রতীক) ৪,৮৮২ ভোট, রুনা খাতুন (ফুলের টপ প্রতীক) ৩,৩৪০ ভোট, পামেলা খাতুন (প্রজাপতি প্রতীক) ৭,৬১৯ ভোট, রাশিদা খাতুন (বৈদ্যুতিক পাখা প্রতীক) ৯,৮১৪ ভোট, উম্মে কুলসুম (কলস প্রতীক) ৮,৫৩৩ ভোট পেয়েছেন।

আটঘরিয়া উপজেলায় মোট ভোট ১,৩৮,৮৭১ এবং কাস্টিং ভোটের হার ৫৪.৫৫%, কাস্টিং ভোটের পরিমাণ ৭৫,৭৫৪। সে হিসাবে জামানত ফিরে পেয়ে ফিরে পেতে প্রয়োজন ১২,৩৬৩ ভোট। কিন্তু ৭ জনই সে পরিমাণ ভোট না পাওয়ায় জমানত হারাচ্ছেন।

 
Electronic Paper