ঢাকা, শুক্রবার, ২৮ জুন ২০২৪ | ১৩ আষাঢ় ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফেসবুকে সিল মারা ব্যালটের হিড়িক

ফারুক আহম্মেদ, খানসামা (দিনাজপুর)
🕐 ৮:৪৮ অপরাহ্ণ, মে ২৯, ২০২৪

ফেসবুকে সিল মারা ব্যালটের হিড়িক

চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপ। এ ধাপে দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের বুথে পছন্দের প্রতীকে সিল দেওয়া ব্যালট ও ব্যালটের সঙ্গে সেলফি তুলে এবং ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন একাধিক প্রার্থীর সমর্থকরা।

বুধবার (২৯ মে) সকালে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা যায়, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধ থাকলেও তারা তা নিয়ে গেছেন অনেকেই। বুথে সিল দেওয়া ব্যালট নিয়ে ভিডিও, ছবি ও সেলফিও তুলেছেন। ভোট দেওয়ার পর একাধিক সমর্থক তাদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এসব ভিডিও, ছবি ও ভিডিও পোস্ট করেন। এতে দেখা যায়, সেলফি, ভিডিও এবং ছবিগুলো বুথের ভেতরে তোলা। অনেকের হাতে ব্যালট আছে। এতে হেলিকপ্টার, আনারস, মোটরসাইকেল, ঘোড়াসহ বিভিন্ন প্রতীকে সিল দিতে দেখা গেছে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রোস্তম আলী বলেন, এসব ছবি তিনি দেখেছেন। তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 
Electronic Paper