ঢাকা, শুক্রবার, ২৮ জুন ২০২৪ | ১৩ আষাঢ় ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হাতীবান্ধায় বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
🕐 ৭:৫৩ অপরাহ্ণ, জুন ০৭, ২০২৪

হাতীবান্ধায় বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলতাফ হোসেন(৫৩) নামের এক বাংলাদেশী আহত হয়েছেন। শুক্রবার (৭ জুন) বিকেলে উপজেলার সিংগীমারী ইউপির পকেট এলাকার ৮৯৩ নং পিলারের নিকট এ ঘটনাটি ঘটে।

আহত ওই ব্যক্তি উপজেলার সিংগীমারী ইউপির পকেট এলাকার মৃত বাচ্চা মিয়ার ছেলে। পেশায় তিনি একজন কৃষক।

জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার সিংগীমারী ইউপির পকেট এলাকার ৮৯৩ নং পিলারের নিকট কৃষি জমিতে কাজ করছিলেন আলতাফ হোসেন। এ সময় হঠাৎই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আলতাফ হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আলতাফ হোসেনের বুকে ও হাতে গুলি লাগে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার বন্দর এলাকার স্থানীয় চিকিৎসক ডা. রেজাউল করিমের চেম্বারে নিয়ে যান। সেখানে চিকিৎসা নিয়ে আহতের স্বজনরা তাকে নিয়ে চলে যান।

এ সময় আহতের স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করলে সাংবাদিক পরিচয় পেয়ে কেউ কথা বলতে রাজি হয়নি।

সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। শুনেছি আহত ওই ব্যক্তি কাজ করছিলো, এ সময় তাকে বিএসএফ গুলি করে। এতে সে আহত হয়। তবে সে কোথায় চিকিৎসাধীন আছে তা তিনি জানেন না বলে জানান।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, গুলিবিদ্ধ কোন রোগী হাসপাতালে আসেনি।

 
Electronic Paper