ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ | ২০ আষাঢ় ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চতুর্থবার মাধবপুরের চেয়ারম্যান হলেন সৈয়দ শাহজাহান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
🕐 ১১:৩৬ অপরাহ্ণ, জুন ০৫, ২০২৪

চতুর্থবার মাধবপুরের চেয়ারম্যান হলেন সৈয়দ শাহজাহান

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ (৪র্থ) ধাপে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন সৈয়দ শাহজাহান।

 

বুধবার (৫ জুন) রাতে মাধবপুর উপজেলা পরিষদ হল রুমে সব কেন্দ্রের সম্মিলিত ফলাফল ঘোষণা করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ কে এম ফয়সল। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হয়।

জানা গেছে, মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে ঘোড়া প্রতীক নিয়ে এস, এফ, এ, এম, শাহজাহান ৬২ হাজার ২৫২ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। এছাড়াও ১৯৯০ সালে দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন তিনি। এবার নিয়ে মোট চারবার মাধবপুরের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন উপজেলা বিএনপির সাবেক এই আহ্বায়ক।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা জাকির হোসেন চৌধুরী অসীম পেয়েছেন ৩৮ হাজার ৫২ ভোট। শালিক প্রতীক নিয়ে সৈয়দ শাহ হাবিব উল্লাহ সূচন পেয়েছেন ২ হাজার ২৮৪ ভোট।

তাছাড়া উপজেলায় মোট ৬ জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে মোঃ এরশাদ আলী (বই মার্কা) নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৬শত ৭৮ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল আজিজ (চশমা মার্কা) নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৯ শত ৮৮ ভোট, সোলাইমান (টিউবওয়েল মার্কা) নিয়ে ২ হাজার ৮শত ৬০ ভোট এবং আসাদুজ্জামান (টিয়াপাখি) নিয়ে পেয়েছে ৩ হাজার ৫শত ৮০ ভোট।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে আছমা আক্তার (সেলাই মেশিন মার্কা) ৪৯ হাজার ৯ শত ৩০ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেছেন। সেলিনা আক্তার (কলস মার্কা) ১৮ হাজার ২৮ ভোট, জাহানারা বেগম (ফুটবল মার্কা) ১৪ হাজার ৬৬৭ ভোট এবং ফাতেমা তুজ জোহরা রীনা ১৮ হাজার ২৩০ ভোট পেয়েছে।

 
Electronic Paper