ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ | ২০ আষাঢ় ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হবিগঞ্জের দুই উপজেলায় চেয়ারম্যান হলেন বিএনপির বহিষ্কৃত দুই নেতা

অনলাইন ডেস্ক
🕐 ১:৪২ অপরাহ্ণ, জুন ০৬, ২০২৪

হবিগঞ্জের দুই উপজেলায় চেয়ারম্যান হলেন বিএনপির বহিষ্কৃত দুই নেতা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় বিএনপির দুই বহিষ্কৃত নেতা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

 

মাধবপুর উপজেলায় জেলা বিএনপির সাবেক সহসভাপতি বর্তমান চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান ও চুনারুঘাটে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, বেসরকারি ফলাফলে চুনারুঘাট উপজেলায় চেয়ারম্যান পদে সৈয়দ লিয়াকত হাসান ঘোড়া প্রতীকে ৫২ হাজার ৮২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৫৬২ ভোট।

মাধবপুর উপজেলায় বর্তমান চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান ঘোড়া প্রতীকে ৬২ হাজার ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম আনারস প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৫২ ভোট।

 
Electronic Paper