ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বরিশাল থেকে লঞ্চ ও বাস চলাচল শুরু

বরিশাল ব্যুরো
🕐 ২:২৪ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৪

বরিশাল থেকে লঞ্চ ও বাস চলাচল শুরু

বরিশালে কারফিউ শিথিলের সময় বাড়ানো হয়েছে। জেলায় সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অপরদিকে মেট্রোপলিটন এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা অবধি করা হয়েছে। যার ধারাবাহিকতায় বরিশালের সর্বত্র জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে।

নগরে গণপরিবহন চলছে এবং ব্যাংক-বিমা-অফিস-আদালতের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। কারফিউ শিথিল হওয়াতে এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়াতে প্রয়োজনীয় কাজে আসা ব্যক্তিরা অনেকটা স্বস্তি পেয়েছে। তারা বলছেন, পরিস্থিতি এমনই থাকুক, তারা কোনো অস্থির বা অস্থিতিশীল পরিবেশ চান না।

অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল করছে। তবে কারফিউ সন্ধ্যা ৬টার পর হওয়াতে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ গেলদিন ছাড়েনি।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, নির্দেশনা অনুযায়ী সীমিত পরিসরে বুধবার (২৪ জুলাই) বরিশালের অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচল করেছে। বৃহস্পতিবারও (২৫ জুলাই) একইভাবে লঞ্চ চলাচল করছে। তবে সন্ধ্যা ৬টার কারফিউ কঠোর থাকায় ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল করেনি।

উল্লেখ্য, কারফিউ শুরুর পর গত শনিবার থেকে বরিশাল নদী বন্দর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল।

 
Electronic Paper