ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

স্লোগানে উত্তাল, অবরুদ্ধ শাহবাগ

অনলাইন ডেস্ক
🕐 ৭:২৪ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪

স্লোগানে উত্তাল, অবরুদ্ধ শাহবাগ

সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে দুই ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে আছে শাহবাগ মোড়। এ এলাকায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে ৫টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) শাহবাগ মোড়ে আন্দোলন চলছে শিক্ষার্থীদের।

শাহবাগ মোড়ে হাজার শিক্ষার্থী কোটা বাতিলের দাবিতে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীদের নানা স্লোগানে ও দেশাত্মবোধক গানে উত্তাল শাহবাগ মোড়।

প্রায় দুই ঘণ্টা ধরে শাহবাগ মোড়ে এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে। তবে জরুরি পরিসেবার গাড়ি আটকাচ্ছেন না শিক্ষার্থীরা।

শাহবাগ মোড়ে পুলিশের কোনো অবস্থান দেখা যায়নি। শাহবাগ মোড় থেকে কিছুটা পিছু হটে বার্ডেম হাসপাতালের সামনে পুলিশ সদস্যরা অবস্থান করছেন।

 
Electronic Paper