ঢাকা, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ | ১ কার্তিক ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পোশাক শ্রমিকদের অবরোধে প্রগতি সরণিতে তীব্র যানজট

অনলাইন ডেস্ক
🕐 ৩:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৪

পোশাক শ্রমিকদের অবরোধে প্রগতি সরণিতে তীব্র যানজট

রাজধানীর প্রগতি সরণিতে গার্মেন্টসে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

সড়ক অবরোধের কারণে প্রগতি সরণি, কুড়িল ফ্লাইওভার, বিমানবন্দর সড়ক, উত্তরাসহ বেশ কয়েকটি সড়কে গাড়ি আটকে থাকে। এতে এসব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।এতে ভোগান্তিতে পড়েছেন সড়কের পরিবহন যাত্রীরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে ইউরো জোন ও ফেরদৌস গার্মেন্টসের কর্মীরা প্রগতি সরণি অবরোধ করেন। তাদের দাবি, বকেয়া বেতনসহ অন্যান্য সুবিধাদি।

ট্রাফিক-গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমান জিয়া বলেন, ইউরো জোন ও ফেরদৌস গার্মেন্টসের কর্মীরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন। পরে পুলিশের মধ্যস্থতায় সড়ক অবরোধ ছেড়ে দেয় পৌনে ২টার দিকে। তবে দীর্ঘক্ষণ সড়ক অবরোধের কারণে সড়কে গাড়ির চাপ অনেক। গাড়ির চাপ কমতে কিছুটা সময় লাগবে।
খোলা কাগজ/এমএস

 
Electronic Paper