ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ | ২৪ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

টেকনাফে ৫ জেলেকে অপহরণ আরাকান আর্মির

অনলাইন ডেস্ক
🕐 ১১:০৬ অপরাহ্ণ, অক্টোবর ০৮, ২০২৪

টেকনাফে ৫ জেলেকে অপহরণ আরাকান আর্মির

কক্সবাজারের টেকনাফে নাফ নদের মিয়ানমার সীমান্তের অংশ থেকে মাছ ধরার ট্রলারসহ ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের আরাকান আর্মির বিরুদ্ধে। গতকাল সোমবার (৭ অক্টোবর) বিকেলে নাফ নদের শাহপরীর দ্বীপ অংশে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী।

আটক জেলেরা হলেন– শাহপরীর দ্বীপের আব্দুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩), জালিয়াপাড়ার আব্দুর রহিমের ছেলে মো. আলম (২২), আব্দুল মজিদের ছেলে মো. সাইফুল মিয়া (১৭), মো. রফিকুল ইসলামের ছেলে মো. বোরহান উদ্দিন (১৯) ও চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।

স্থানীয় জেলেদের ভাষ্যমতে, সোমবার বিকেলের দিকে শাহপরীর দ্বীপ এলাকার ৫ জন জেলে ট্রলারের মাধ্যমে বঁড়শিতে মাছ ধরতে নাফ নদে যায়। পরে তারা শাহপরীর দ্বীপের অংশের নাফ নদের শূন্য লাইন অতিক্রম করলে মিয়ানমারের আরাকান আর্মিরা ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে যায়।

এ ব্যাপারে বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলে পরিবারের সদস্যরা বিষয়টি জানিয়েছেন। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই জেলেদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। জেলেদের ফেরত আনতে আলোচনা চলছে বলে জানান তিনি।

 
Electronic Paper