ঢাকা, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ | ১ কার্তিক ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আখাউড়া সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ২

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
🕐 ৩:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৪

আখাউড়া সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে পাসপোর্টবিহীন অবৈধভাবে পারাপারের সময় সাগর রাজারাম কলি (২৩) নামে এক ভারতীয় ও লিটন দেবনাথ (৩৬) নামের এক বাংলাদেশীকে আটক করেছে বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি) সদস্যরা।

গতকাল সোমবার রাত আনুমানিক রাত সাড়ে ৮ টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ফকিরমোড়া বিওপির টহলদল তাদের আটক করে। এসময় ভারতীয় নাগরিকের নিকট হতে ভারতের আধার কার্ড তৈরীর আবেদন ফরম পাওয়া যায়।

আটককৃত ভারতীয় নাগরিক সাগর রাজারাম কলি ভারতের সাংলী বোম্বে জেলার তাঁজগাও এলাকার মৃত রাজারাম কলির ছেলে। অপরজন বাংলাদেশী নাগরিক লিটন দেবনাথ হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটি গ্রামের অবনী দেবনাথের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ফকিরমোড়া বিওপির টহলদল সীমান্ত পিলার ২০২২/৫-এস এর নিকটবর্তী হীরাপুর গ্রাম দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতীয় নাগরিক সাগর রাজারাম কলি গত ১ বছর দুই মাস আগে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে এসে নারায়ণগঞ্জে স্বর্ণকারের কাজে নিয়োজিত ছিল।

স্থানীয় মানব পাচারকারী দালাল হীরাপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে বিজয় মিয়া (২৮) এবং আরমান আলীর ছেলে পারভেজ (২৮) এর সহযোগিতায় ভারতে ফেরত যাচ্ছিল। এবং বাংলাদেশী নাগরিক লিটন দেবনাথ গত ১০ দিন আগে চুনারুঘাট সীমান্ত দিয়ে দূর্গাপুজা উপলক্ষে ভারতের আগরতলায় দুঃসম্পর্কের ভাইয়ের বাসায় গিয়েছিল। পরে মানব পাচারে সহায়তাকারীদের বিরুদ্ধে আখাউড়া থানায় মামলা দায়ের পূর্বক তাদেরকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়।

কেকে/এজে

 
Electronic Paper