ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কোটা আন্দোলন : ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট

রাজিউল হাসান পলাশ, ধামরাই
🕐 ২:২২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৪

কোটা আন্দোলন : ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন দেশের বিভিন্ন সরকারি কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবার তাদের আন্দোলনে একাত্মতা জানিয়ে রাস্তায় নেমেছেন ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। তারা ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ড অবরোধ করে রেখেছে; এতে ঢাকা আরিচা মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ড এলাকায় ধামরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করেন। বেলা ২টার দিকে প্রতিবেদন লেখার সময়ও শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি চলছিল। ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজটে পড়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষজন।

সরেজমিনে দেখা যায়, ঢাকা আরিচা মহাসড়কে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ওই এলাকার দুইপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুইপাশের রাস্তায় শতশত যানবাহন আটকে আছে।

আন্দোলনে আসা শিক্ষার্থীদের ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘৫২ হাতিয়ার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, গর্জে উঠো আরেকবার’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে থানা বাসস্ট্যান্ড এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

 
Electronic Paper