ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ | ২৪ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অভাব হবে না: অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
🕐 ৫:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ০৯, ২০২৪

নিত্যপ্রয়োজনীয় পণ্যের অভাব হবে না: অর্থ উপদেষ্টা

দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না আপনারা স্বস্তি পাবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি অফিশিয়ালি ১ শতাংশ কমেছে। মূল্যস্ফীতি আমরা মোটামুটি স্কুটিং করতে পেরেছি। এখন কমাবার ব্যাপারে একটু সময় লাগবে। ইতোমধ্যে আমরা কিছু ডিসিশন দিয়েছি। তেলের ওপর ডিউটি (শুল্ক) কমিয়েছি। আজকে চিনির ওপর ডিউটি কমিয়ে দেয়া হলো।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব হবে না। আজকে মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হলো। এলএনজি আমদানি, কৃষির সার কেনার অনুমোদন দেয়া হয়েছে। আপনারা স্বস্তি পাবেন।

বাজারে কতো দিনের মধ্যে স্বস্তি পাওয়া যাবে এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, স্বস্তি পাবেন। আপনারা অধৈর্য হবেন না। এ জিনিসটা কিন্তু অনেক কমপ্লেক্স। মনে করবেন না যে মূল্যস্ফীতি হঠাৎ করে বেড়ে গেছে। এটার পেছনে অনেক ফ্যাক্টর আছে।

আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চাঁদাবাজি কমেনি, তা নয়। চাঁদাবাজি কমেছে। কিন্তু বিভিন্ন হাত বদল হওয়াটা এই মুহূর্তে কমেছে তা নয়।
খোলা কাগজ/এমএস

 
Electronic Paper