ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পুলিশের বাধা উপেক্ষা করে শাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শাবি প্রতিনিধি
🕐 ৫:৩৬ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪

পুলিশের বাধা উপেক্ষা করে শাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

পুলিশের বাধা উপেক্ষা করে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেছে শাহজালাল বিজ্ঞান নিয়ে ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৪টা ১৫ মিনিটে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে প্রধান ফটকে গিয়ে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় পুলিশ বাধা দিলেও বাধা উপেক্ষা করেই সড়ক দখলে নিয়েছেন আন্দোলনকারীরা।

বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে কোটা বাতিলের দাবিতে কোটা না মেধা? মেধা মেধা, আপোস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ? রাজপথ রাজপথ, সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে, মেধা হত্যার অপর নাম কোটা প্রথার জয়গান, মুক্তিযুদ্ধের চেতনা কোটা প্রথা মানেনা, চলছে দাবি চলবে কোটার শিকড় জ্বলবে, সাস্টিয়ান সাস্টিয়ান এক হও এক হও ইত্যাদি স্লোগান দিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এসময় দফায় দফায় পুলিশের সদস্যরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তবে শিক্ষর্থীরা বলছেন পুলিশের বাধা দেওয়া গণতন্ত্রের বিরোধী। উনারা তাদের দায়িত্ব পালন করুন। আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো।

 

 
Electronic Paper