ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চট্টগ্রামে কোটাবিরোধী আন্দোলনে পুলিশের ধাওয়া

অনলাইন ডেস্ক
🕐 ৬:৩৪ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪

চট্টগ্রামে কোটাবিরোধী আন্দোলনে পুলিশের ধাওয়া

চট্টগ্রামে কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর বটতলী স্টেশন থেকে মিছিল নিয়ে এসে টাইগারপাস সড়ক অবরোধ করার চেষ্টা করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দেয়।

এতে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। পরে খণ্ড খণ্ড হয়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে দুই নম্বর গেট এলাকার দিকে যান।

রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) শিক্ষার্থীরা দুই নম্বর গেট এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন। ওই এলাকায় যানচলাচল বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা বলছেন, পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ করেছে। তবে শিক্ষার্থীদের দাবি সত্য নয় বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘তারা (শিক্ষার্থীরা) পুরাতন রেলস্টেশন থেকে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেছেন। তারা আমাদের ধাক্কা দিয়ে দৌড়ে চলে গেছেন। তাদের ওপর লাঠিচার্জ করা হয়নি।’

এদিকে কোটাবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে মাঠে নেমেছে ছাত্রলীগ। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজের সামনে অবস্থান নিয়েছেন।

কলেজ ছাত্রলীগে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনির উদ্দিন রিহান বলেন, ‘শিক্ষার পরিবেশ বিনষ্টকারীদের প্রতিরোধ করতে আমরা সক্রিয় আছি।’

 
Electronic Paper