ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মিছিল–স্লোগানে কাঁপছে কুবি

কুবি প্রতিনিধি
🕐 ১:১৮ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২৪

মিছিল–স্লোগানে কাঁপছে কুবি

প্রধানমন্ত্রীর বক্তব্যের জের ধরে 'তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার‘ চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ স্লোগান দিয়ে মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এসময় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিলে যোগ দেয়। 

আজ রবিবার (১৪ জুলাই) রাত ১২ টায় আবাসিক হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে স্লোগান দিয়ে মিছিল করে। এর আগে রাত ১১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কাজী নজরুল ইসলাম হল,শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল, শেখ হাসিনা হলে দফায় দফায় স্লোগান দিতে দেখা যায়। 

এসম দেখা যায় শিক্ষার্থীরা বিভিন্ন স্রোগান— 'চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, 'তুমি কে, আমি কে? রাজাকার,  রাজাকার', কিসের তোর অধিকার,তুই বেটা রাজাকার' তুই বেটা রাজাকার এই মূহুর্তে বাংলা ছাড়, দেয় শিক্ষার্থীরা।

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রী কোটার বিষয়ে বক্তব্য দেওয়ার সময় মমুক্তিযোদ্ধা বাদে সবাইকে রাজাকারের সন্তান ও নাতি বলেছেন। যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তাই তারা এর বিরুদ্ধে মাঠে নেমেছেন । তাঁর বক্তব্য অনুযায়ী আমরা সবাই রাজাকার। আমরা এর বিরুদ্ধে এবং কোটা বাতিলের দাবিতে রাস্তায় নেমে এসেছি।

উল্লেখ্য, রবিবার (১৪ জুলাই)  বিকেলে প্রধানমন্ত্রীর চীন সফর শেষে এক সংবাদ সম্মেলনে তার বক্তব্যে ' মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা কোটা পাবে না, তো কি রাজাকারের নাতি-পুতিরা পাবে ' এমন প্রশ্ন রাখেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিবাদ মুখর হতে দেখা যায়।

 
Electronic Paper