ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শাবিতে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বয়কটের ডাক

শাবি প্রতিনিধি
🕐 ৬:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২৪

শাবিতে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বয়কটের ডাক

গত রবিবার দিবাগত রাতে কোটা সংস্কারের দাবিতে মিছিলে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। এবার শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের বয়কটের ডাক দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) রাত থেকেই বিশ্ববিদ্যালয় ফেসবুক গ্রুপগুলোতে এ ব্যাপারে সোচ্চার হন সাধারণ শিক্ষার্থীরা। অন্তত ২০ বিভাগের শিক্ষার্থীরা এমন বয়কটের ডাক দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

শাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ হারিস পাশা লিখেন, আমরা সাস্ট সমাজবিজ্ঞান বিভাগ ২৭ ব্যাচ ঘোষণা করছি যে, আমাদের ব্যাচের কেউ যদি সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অংশগ্রহণ করে তাহলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে তাকে ও তাদেরকে ব্যাচের সামগ্রিক কর্মকাণ্ড হতে অবাঞ্ছিত ঘোষণা করবো।

একই ঘোষণা দেন, জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী ফারিহা ফারহাট আহমেদ, নৃবিজ্ঞান বিভাগের ২৭ ব্যাচের শিক্ষার্থী নিজামুল হক সৌরভ, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৯ ব্যাচের শিক্ষার্থী মিথু হাসান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ ব্যাচের শিক্ষার্থী মো. মাহফুজুল হক সিয়ামসহ অনেকে।

এর আগে সোমবার দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে আসাদুল্লাহ আল গালিফ ও সুইটি আক্তার বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বরাবর স্মারকলিপি জমা দেন । এতে বলা হয়, ‘শিক্ষার্থীদের উপর হামলাকারীদের চিহ্নিত করে তাদের আজীবন বহিষ্কার করাসহ যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’

 
Electronic Paper