ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চন্দ্রকলা থিয়েটার ২০২৪ পদক পেলেন সাংবাদিক ও নাট্যব্যক্তিত্ব হৃদয়

অনলাইন ডেস্ক
🕐 ৯:১৬ অপরাহ্ণ, জুলাই ০৯, ২০২৪

চন্দ্রকলা থিয়েটার ২০২৪ পদক পেলেন সাংবাদিক ও নাট্যব্যক্তিত্ব হৃদয়

‘মঞ্চের আলোয় জেগে উঠুক সাহস নিয়ে সত্য’ এ স্লোগানকে সামনে রেখে চন্দ্রকলা থিয়েটার পদক-২০২৪ প্রদান ও আজব বাক্স নাটকের ৩০০ তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) বিকেল ৫টায় চন্দ্রকলা থিয়েটার ঢাকা আয়োজনে চন্দ্রকলা সম্মাননা পদক-২০২৪ এবং আজব বাক্স নাটকের ৩০০তম প্রদর্শনী দনিয়া স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছে।

এবারের চন্দ্রকলা পদক-২০২৪ পেয়েছেন চাঁদপুর শাহরাস্তি উপজেলার পৌর ১১নং ওয়ার্ড আলোকিত কৃষ্ণপুর পাটোয়ারী বাড়ির কৃতি সন্তান শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন এবং সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটার এর প্রতিষ্ঠাতা সভাপতি, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সম্মানিত সহ-সভাপতি, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি (ভারপ্রাপ্ত), চাঁদপুর বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সম্মানিত সদস্য, চাঁদপুর সাহিত্য একাডেমী, রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, রোটারি ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির চাটার মেম্বার- বিশিষ্ট সাংবাদিক, নাট্যকার, নির্দেশক, কবি, অভিনেতা রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়।

চন্দ্রকলা থিয়েটার পদক-২০২৪ রোটারিয়ান জাহাঙ্গীর আলম হৃদয় (নাট্যকার, নির্দেশক অভিনেতা, গণমাধ্যম কর্মী, প্রতিষ্ঠাতা সভাপতি- রিয়াদ বাংলাদেশ থিয়েটার) এর হাতে সম্মাননা পদক তুলে দেন অনুষ্ঠানের সম্মানিত অতিথি অভিনয় শিল্পী সংঘের সভাপতি- আহসান হাবিব নাসিম, আহমেদ গিয়াস (সাধারণ সম্পাদক, বাংলাদেশ পথনাটক পরিষদ) ড. চঞ্চল সৈকত, আন্তর্জাতিক সম্পাদক- বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, সাবেক ফুটবলার ও কোচ খুশি চাকমা, তপন মজুমদার- সম্মানিত অভিনেতা, আবু আজাদ (সভাপতি, দনিয়া সাংস্কৃতিক জোট), আদী ঢাকা সাংস্কৃতিক জোটের সভাপতি বাবুরাম দা, দনিয়া পাঠাগারের সভাপতি মো. শাহনেওয়াজ, এইচ আর অনিক- সাধারণ সম্পাদক দনিয়া সাংস্কৃতিক জোটসহ প্রায় ২৭টি দলের দলপ্রধানগন।

পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যজন রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়- চন্দ্রকলা থিয়েটারসহ সকল সাংস্কৃতিক সংগঠন, নাট্যকর্মী, গণমাধ্যমকর্মীদের তার সম্মাননা পদক উৎসর্গ করেন এবং চন্দ্রকলা থিয়েটার পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানান। জাহাঙ্গীর আলম হৃদয় উপস্থিত সকলের সামনে দেশের গণ্ডি পেরিয়ে ও প্রবাসে নাট্য চর্চার বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন। তিনি সুস্থ ধারার মঞ্চ নাট্যচর্চার মাধ্যমে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

 
Electronic Paper