ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ৬ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস জবি প্রশাসনের

আল শাহরিয়া, জবি
🕐 ৯:২৫ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৪

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ৬ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস জবি প্রশাসনের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজীবনের জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নেওয়ার নিশ্চয়তা দিয়েছে প্রশাসন।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা সাতটায় বিশ্বিবদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিম্নবর্ণিত ৬টি দাবি প্রশাসনের হস্তগত হয়েছে।

১। আজীবনের জন্য ক্যাম্পাসে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে।

২। ছাত্রীদের হল খোলা রাখতে হবে এবং তাদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৩। যারা কোটা সংস্কারের এই ন্যায্য দাবির সংগ্রামে অংশ নিয়ে আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যয় বহন করতে হবে।

৪। কোনো শিক্ষক-শিক্ষার্থী বা কর্মচারী ছাত্রলীগসহ যে কোনো রাজনৈতিক দলকে সহযোগিতা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

৫। মেসে অবস্থান করা ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে মেসে হামলাকারি সন্ত্রাসীদের বিচার করতে হবে এবং বর্তমানে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে।

৬। এই আন্দোলনে হামলাকারী এবং মেসে হামলাকারীদের প্রশাসনে সোপোর্দ করতে হবে এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের সকল প্রকার আইনি সহায়তা প্রদান করার নিশ্চয়তা দিতে হবে।

এর আগে এদিন বিকাল সাড়ে ৫টায় প্রক্টরের মাধ্যমে উপাচার্য বরাবর ৬ দফা দাবি জানান আন্দোলনরত জবি শিক্ষার্থীরা। এছাড়া আজ (বুধবার) সন্ধ্যা সাতটার মধ্যে দাবিগুলো মেনে নিয়ে প্রজ্ঞাপন দেওয়ার আলটিমেটামও দেন তারা।

 
Electronic Paper