ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ১ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শাবিপ্রবিতে কর্মীদের মার খেয়ে নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগ

শাবিপ্রবি প্রতিনিধি
🕐 ৪:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৪

শাবিপ্রবিতে কর্মীদের মার খেয়ে নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বেসরকারি কোম্পানি যমুনা স্টার সেইভ গার্ড সার্ভিসেস লিমিটেডের নিরাপত্তাকর্মীদের তোপের মুখে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নানা অভিযোগ তুলে যমুনা স্টার কোম্পানির সুপারভাইজার হাবিবুর রহমানকে অবরুদ্ধ করেন নিরাপত্তাকর্মীরা। তাঁকে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন নিরাপত্তাকর্মীরা। সুপারভাইজার অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মো. সাইফুল ইসালমকে দোষারোপ করেন। পরবর্তীতে মো. সাইফুল ইসলামকে ডেকে আনেন নিরাপত্তকর্মীরা।

এসময় তাকেও অবরুদ্ধ করে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় বিক্ষুব্ধ নিরাপত্তকর্মীরা তাদের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তাদেরকে মারধর করা হয়। পরে সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এ মো. সাইফুল ইসলামের নিজ কার্যালয়ে আনা হয়। এসময় পূর্বে কোম্পানি থেকে চাকরিচ্যুত তিনজন নিরাপত্তকর্মীর চাকরি ফিরিয়ে দেওয়ার সুপারিশপত্র ওই কর্মকর্তার কাছ থেকে নেওয়া হয়। পরে নিরাপত্তাকর্মীরা তাঁর পদত্যাগের দাবি করলে ওই কর্মকর্তা পদত্যাগ করতে রাজি হন এবং রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র লিখেন।

নিরাপত্তাকর্মী মো. জায়েদ আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ২ জন নিরাপত্তা কর্মকর্তা ও কোম্পানির সুপারভাইজার সিন্ডিকেট করে কোম্পানির নিরাপত্তাকর্মীদেরকে জিম্মি করে রেখেছিল। আমাদেরকে দিয়ে তাঁরা তাদের বাসার কাজ পর্যন্ত করিয়েছে৷ অমানবিক আচরণ সহ্য করে আমরা ডিউটি করছিলাম। '

নানা অভিযোগ এনে তিনি বলেন, বিনা কারণে চাকরিচ্যুত করা, চাকরিতে এক লাখ টাকা ঘুষ নেওয়া, ঘুষের মাধ্যমে সুবিধাজনক স্থানে ডিউটি দেওয়া, বাসায় কাজ করানো, বেতন দিতে বিলম্ব করাসহ অনেক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাই আমরা আজকে দুজনকে অবরুদ্ধ করেছি। কয়েকজন সহকর্মী ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারধরের চেষ্টা করলে আমরা আটকাই।'

নিরাপত্তাকর্মী জায়েদ আহমেদ বলেন, 'একইসঙ্গে সিনিয়র নিরাপত্তাকর্মকর্তা মো.সাইফুল ইসলাম, নিরাপত্তা শাখার কর্মকর্তা ফারুক মিয়া ও যমুনা স্টার সেইভ গার্ড কোম্পানির বিশ্ববিদ্যালয়ের সুপারভাইজার হাবিবুর রহমানের পদত্যাগ দাবি করছি।'

তিনি বলেন, এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ, প্রাক্তন সহ উপাচার্য কবির হোসেন, প্রাক্তন ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছে একাধিকবার নিরাপত্তা শাখার অনিয়ম ও কোম্পানির অনিয়মের বিষয়ে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।'

এ বিষয়ে জানতে যমুনা স্টার সেইভ গার্ড সার্ভিসেস লিমিটেডের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সুপারভাইজার মো. হাবিবুর রহমান ও নিরাপত্তা কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে মুঠোফোনে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়৷

 
Electronic Paper