ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চবিতে শিক্ষার্থীদের 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা

সৈয়ব আহমেদ সিয়াম, চবি
🕐 ৮:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৪

চবিতে শিক্ষার্থীদের 'কমপ্লিট শাটডাউন' ঘোষণা

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে দ্রুত ভিসি ও প্রো-ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারীর দাবিতে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ শেষে ক্যাম্পাসের প্রশাসনিক ভবন, প্রধান ফটক ও দুই নাম্বার গেইটে তালা মেরে ভিসি নিয়োগের দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা।

গত ১২ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনে পদত্যাগ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি। ভিসি ছাড়া এক মাসেরও বেশি সময় পার হলেও নিয়োগ পাননি নতুন কেউ। বারবার আলোচনা হলেও আসছে না প্রজ্ঞাপন।

সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী হাবিবুল্লাহ খালেদ বলেন, ‘গত ৮ সেপ্টেম্বর থেকে আমরা ভিসি নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছি। ঢাবি ও রাবিতে ভিসি নিয়োগ হলেও আমরা এখনো বঞ্চিত। আমরা আন্দোলন করার জন্য ক্যাম্পাসে আসিনি। আমরা পড়াশোনার জন্য এসেছি। অথচ একটি স্বার্থান্বেষী গোষ্ঠী আমাদেরকে আন্দোলনে বাধ্য করে পড়ার টেবিল থেকে বিরত রাখতে চায়। দ্রুত ভিসি ও প্রো-ভিসি নিয়োগ দেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।’

ইসলামিক স্টাডিজ ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘আমরা মনে হয় যেন ভার্সিটিতে পড়াশোনা করতে আসিনি, আন্দোলন করতেই এসেছি। এর মধ্যে যা ছিটেফোঁটা পড়াশোনার সুযোগ হয় এটাই ভাগ্য। আমরা এমন পরিবেশ চাই না। দ্রুত ভিসি নিয়োগ নিয়োগ দিয়ে শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করা হোক।’

আরবি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী নিয়ামতউল্লাহ ফারাবী বলেন, ‘ভার্সিটির দুইটা অংশ: একাডেমিক আর প্রশাসনিক। একাডেমিক বিভাগের দেখভাল করার জন্যই প্রশাসনিক বিভাগ দায়িত্ব পালন করে। যেখানে অফলাইনে একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে আছে, সেখানে প্রশাসনিক ভবন খোলা রাখার দরকার নাই। আমরা প্রশাসনিক ভবনে তালা মেরে দিচ্ছি। নতুন ভিসি এসে নিজে হাতে এটা খুলবেন। ততক্ষণ পর্যন্ত চবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো।’

সমাবেশে শিক্ষার্থীদের ‘ঢাবি, রাবি স্বর্গে, চবি কেন মর্গে?’, ‘ঢাবি, রাবি ভিসি পেলো, চবি কেন খালি গেলো?’, ‘আর নয় বিজ্ঞাপন, এবার হোক প্রজ্ঞাপন’, ‘ভিসি যখন আসবে, চবির তালা খুলবে’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

 
Electronic Paper