ঢাকা, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ | ২২ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চলমান ‘গণহত্যা’র মূল্য ইসরায়েলকে দিতে হবে: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ১১:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ০৭, ২০২৪

চলমান ‘গণহত্যা’র মূল্য ইসরায়েলকে দিতে হবে: এরদোয়ান

গাজায় ‘গণহত্যা’ চালানোর জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজায় শুরু হওয়া যুদ্ধের বর্ষপূর্তিতে আজ সোমবার (৭ অক্টোবর) তিনি এ ঝাঁঝালো মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এরদোয়ান লিখেছেন,‘এটা ভুলে যাওয়া উচিত হবে না যে, আজ হোক বা কাল, ইসরায়েলকে এ ‘গণহত্যা’র মূল্য দিতে হবে। এক বছর ধরে এটা চলেছে। এখনও তা অব্যাহত রয়েছে।’

তিনি আরও লিখেছেন, মানবতার অভিন্ন জোট যেভাবে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে থামিয়ে দিয়েছিল, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার হত্যাকাণ্ডের নেটওয়ার্ককে ও ঠিক একইভাবে থামিয়ে দেয়া হবে।

গাজা উপত্যকাটিতে গত এক বছরে নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত ৪১ হাজার ৯০৯ জন প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন ৯৭ হাজার ৩০৩ জন। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো এ সংখ্যাকে বিশ্বাসযোগ্য বলেছে জাতিসংঘ।
খোলা কাগজ/এমএস

 
Electronic Paper