ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ | ২৪ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মধ্যপ্রাচ্যে উত্তেজনার আকাঙ্ক্ষা নেই ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
🕐 ২:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ০৯, ২০২৪

মধ্যপ্রাচ্যে উত্তেজনার আকাঙ্ক্ষা নেই ইরানের

ইসরায়েলের সঙ্গে টানাপোড়েনের জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কোনো ইচ্ছা ইরানের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘশি।

তিনি আরো বলেছেন, ইসরায়েল যদি সত্যিই হামলা করে, তবে সেক্ষেত্রে তা মোকাবিলা করার পূর্ণ প্রস্তুতি রয়েছে ইরানের ।

গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানী তেহরানে এক মত বিনিময় সভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা এর আগে অনেক বার বলেছি যে ইরান কখনও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি করতে চায় না। তবে এখনকার বাস্তবতায় একটি কথা স্পষ্ট করা প্রয়োজন যে আমরা যুদ্ধ ভয় পাইনা। এ সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি আমাদের আছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমাদের সেনাসদস্যরা প্রস্তুত।”

তবে আব্বাস আরাঘশি ইসরায়েলের সঙ্গে আগ বাড়িয়ে যুদ্ধে না জড়ানোর পক্ষে বললেও গত সোমবার ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ইসরায়েলে হামলা সংক্রান্ত অন্তত ১০টি পরিকল্পনা প্রস্তুত রেখেছে আইআরজিসি।
খোলা কাগজ/এমএস

 

 
Electronic Paper