ঢাকা, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৩ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শাটডাউনে কুষ্টিয়ায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ

কুষ্টিয়া প্রতিনিধি
🕐 ৪:২৩ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৪

শাটডাউনে কুষ্টিয়ায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) শাটডাউন কর্মসূচিরতে দুপুর, ২টা পর্যন্ত কুষ্টিয়ার রাস্তা ঘাটে মানুষের চলাচল ছিলো সাভাবিক। এছাড়াও দোকানপাট শপিং মলগুলোতেও সাভাবিক বেচাকেনা করেন দোকানীরা। তবে কুষ্টিয়া থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন বাস মালিকেরা। এতে করে যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। সিএনজি, অটোরিকশায় চেপে মানুষ তাদের গন্তব্যে রওনা হচ্ছেন।

ভোগান্তিতে পড়া একাধিক যাত্রীর সাথে কথা হলে তারা জানান, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, আমাদের সাময়িক-অসুবিধা হলেও আমরা চাই শিক্ষার্থীরা তাদের আন্দোলনে সফল হোক।

শহরের বিভিন্ন এলাকা ও মহাসড়কে ঘুরে দেখা যায়, কোথাও কোনো আন্দোলন বা কোটা সংস্কার পন্থী শিক্ষার্থীর উপস্থিতি নেই। তবে কুষ্টিয়ায় আন্দোলনরত শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা গেছে, সারা দেশের সাথে সমন্বয় করে কুষ্টিয়াতে শিক্ষার্থীরা বেলা ৩টার পর তাদের শাট ডাউন কর্মসূচিতে অংশগ্রহণ করবে।

এর আগে গতকাল বুধবার বিকালে কুষ্টিয়ায় আনদোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা সংস্কার পন্থী শিক্ষার্থীদের উপর চড়াও হলে শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়। পরিস্থিতি বেগতিক দেখে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পড়ে থাকা ৮টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। প্রায় ৫ ঘন্টা শহরের চৌরহাস এলাকায় রাস্তা অবরোধ করে আন্দোলন করে সাধারাণ শিক্ষার্থীরা। সেসময় চৌরহাস মোড় থেকে কুষ্টিয়া মজমপুর রেলগেট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা দখলে নেয় শিক্ষার্থীরা। রাস্তায় যান চলাচলসহ সকল রকম যাতায়াত ব্যবস্থা বন্ধ ছিল। পরে সন্ধ্যা সাতটার দিকে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি শেষ করে মিছিল নিয়ে মজমপুর গেটে উপস্থিত হয়। সে সময় মজমপুর রেল গেটে রাজবাড়ী থেকে কুষ্টিয়া গামী মেইল ট্রেন অতিক্রমের সময় শিক্ষার্থীরা ট্রেনে ইটপাটকেল মেরে লাইট ভেঙে দেন। সেসময় ট্রেনের বগিতে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 
Electronic Paper