ঢাকা, শনিবার, ৬ জুলাই ২০২৪ | ২২ আষাঢ় ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

এবার রাজউক পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক
🕐 ৩:৩৯ অপরাহ্ণ, জুলাই ০৩, ২০২৪

এবার রাজউক পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজউকের সহকারী পরিচালক মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার (৩ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদকে জমা দেয়া সম্পদ বিবরণী পর্যালোচনা করে এই পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। মামলার নথিতে বলা হয়, স্থাবর-অস্থাবর মিলিয়ে, ১ কোটি ১০ লাখ ৮৬ হাজার ৫৩ টাকার সম্পদ হিসাব জমা দেন মোবারক হোসেন। অনুসন্ধান শেষে ৪১ লাখ ৪৬ হাজার ৮শ ৪৫ টাকার কোনো বৈধ উৎস খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন।

আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দুটি দায়ের করা হয়েছে।

 
Electronic Paper