ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ | ২৪ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিতর্কিত সেই ঊর্মির বিরুদ্ধে মানহানির মামলা

অনলাইন ডেস্ক
🕐 ৩:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ০৮, ২০২৪

বিতর্কিত সেই ঊর্মির বিরুদ্ধে মানহানির মামলা

জুলাই গণহত্যাসহ প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস ও আবু সাঈদেকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বরখাস্তকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ঢাকার সিএমএম আদালতে গণঅধিকার পরিষদের প্রচার সম্পাদক আবু হানিফ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ফেসবুক পোস্টে ঊর্মির দেয়া বক্তব্যে ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদেকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে। আবু সাঈদের মতো শহীদরাই আজকে নতুন বাংলাদেশ সৃষ্টির সূচনা করেছেন। অথচ সরকারের দায়িত্বশীল পদে থেকে আন্দোলনের একজন শহীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যে তিনি তাকে উপহাস ও অবমাননা করেছেন। যা আন্দোলনের একজন কর্মী হিসেবে বাদিকে ব্যথিত ও অপমানিত করেছে।

একইসাথে ঊর্মি প্রধান উপদেষ্টাকে নিয়ে যে পোস্ট দিয়েছেন সেটি উল্লেখ করে এজাহারে বলা হয়েছে, এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গণহত্যা এবং রংপুরে নিহত আবু সাঈদকে নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার পর সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
খোলা কাগজ/এমএস

 
Electronic Paper