ঢাকা, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ | ২১ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ভারতে পালানোর সময়

আটক সাবেক ভূমিমন্ত্রী; নারায়ণ চন্দ্র

অনলাইন ডেস্ক
🕐 ১২:৪৪ পূর্বাহ্ণ, অক্টোবর ০৭, ২০২৪

আটক সাবেক  ভূমিমন্ত্রী; নারায়ণ চন্দ্র

অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

রোববার রাতে বিজিবি সদর দপ্তর থেকে এক বার্তায় জানানো হয়, “অবৈধভাবে ভারতে পালানোর সময় মহেশপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দকে আটক করা হয়েছে।”

ঢাকার গুলশান থেকে সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আরেক মন্ত্রীর আটকের তথ্য এল।


ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে গ্রেপ্তার অভিযানের মধ্যে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ কয়েক ডজন আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার হয়েছেন।

খুলনা- ৫ আসন (ডুমুরিয়া-ফুলতলা) থেকে ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী হন নারায়ন চন্দ্র। পরে শেখ হাসিনার মন্ত্রিসভায় তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

৭৯ বছর বয়সী এই রাজনীতিক এর আগে প্রতিমন্ত্রী হয়েছিলেন। স্কুল শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করা নারায়ণ চন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন।

খোলা কাগজ/এমএস

 
Electronic Paper