ঢাকা, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ | ২২ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দেশত্যাগে নিষেধাজ্ঞা পদ্মা ব্যাংকের নাফিজ সরাফাতের

জ্যেষ্ঠ প্রতিবেদক
🕐 ১:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ০৭, ২০২৪

দেশত্যাগে নিষেধাজ্ঞা পদ্মা ব্যাংকের নাফিজ সরাফাতের

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। আজ সোমবার মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের আবেদনে বলা হয়, পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সাথে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার বর্ণিত পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও কানাডাতে বিপুল সম্পদ অর্জন করেছেন মর্মে তথ্য পাওয়া যাচ্ছে এবং অজ্ঞাত স্থান হতে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করে তার স্বপক্ষে বক্তব্য প্রচার করছেন।

বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যমতে, দেশের বর্তমান বাস্তবতায় জনাব চৌধুরী নাফিজ সরাফাত দেশ ত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে জনাব চৌধুরী নাফিজ সরাফাত এর বিদেশ গমন রহিত করা আবশ্যক।
খোলা কাগজ/এমএস

 
Electronic Paper