ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ | ২৪ আশ্বিন ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

অনলাইন ডেস্ক
🕐 ৩:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ০৯, ২০২৪

পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

 

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।

আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ৫ বছর অথবা তার আগে তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সভাপতি পদে বহাল থাকবেন।

এদিকে পৃথক প্রজ্ঞাপনে চারজনকে পিএসসির সদস্য করা হয়েছে। তাঁরা হলেন– ড. নুরুল কাদির, ড. আমিনুল ইসলাম, ড. নাজমুল আমিন মজুমদার ও মো. সুজায়েত উল্লাহ। সদস্যরাও পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

এর আগে গতকাল মঙ্গলবার (৮ অক্টোবার) সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানে পদ থেকে পদত্যাগ করেন মো. সোহরাব হোসাইন। তিনি পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পিএসসি চেয়ারম্যানের পাশাপাশি কমিশনের ১২ জন সদস্যও একই দিন পিএসসি সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রগুলো রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

খোলা কাগজ/এমএস

 
Electronic Paper