রবিবার, ১৬ মার্চ ২০২৫,
২ চৈত্র ১৪৩১
বাংলা English

রবিবার, ১৬ মার্চ ২০২৫
শিরোনাম: রায়ে সন্তুষ্ট, তবে দ্রুত কার্যকরের প্রত্যাশা আবরারের বাবার      ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনকে সাহায্য করতে চায়: সিইসি      সৌদিতে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল জ্যোতির্বিজ্ঞানীরা       আবরার হত্যা: ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল      ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ২৪      চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব      ঈদ ঘিরে সক্রিয় জাল টাকার কারবারিরা      
গ্রামবাংলা
বান্দরবানে শুরু হলো সাংগ্রাই ক্রিকেট টুর্ণামেন্ট
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ মার্চ, ২০২৫, ৫:২০ পিএম আপডেট: ১৬.০৩.২০২৫ ৬:৩৮ পিএম  (ভিজিটর : ১৫৬)
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

‘শান্তি ও সমৃদ্ধির চেতনায় উজ্জীবিত মাহা সাংগ্রাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে সাংগ্রাই ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৫।

রোববার (১৬ মার্চ) বিকালে বান্দরবান রাজার মাঠে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং মারমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো. রায়হান কাজেমী।

এ সময় বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ, উৎসব উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নিনিপ্রু, সহ-সভাপতি থুইসিং প্রু লুবু, সাংস্কৃতিক সম্পাদক একিনু, সহ-সাংস্কৃতিক সম্পাদক  মামংসিং, সাধারণ সম্পাদক  উক্যসিং (উহ্লামং), টুর্ণামেন্ট আহ্বায়ক  মং মং সি, মিডিয়া আহ্বায়ক  কি কি উ মারমাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো. রায়হান কাজেমী প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বলেন, ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে এগিয়ে যেতে হবে, ক্রীড়ার কোনো বিকল্প নেই। 

এ সময় তিনি উৎসব উদযাপন পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং যুবকদের মধ্যে ক্রীড়া নৈপুণ্য বৃদ্ধির জন্য এই ধরণের আয়োজন নিয়মিত পরিচালনার জন্য আহ্বান জানান।

এবারের টুর্ণামেন্টে জেলা সদরের ২২টি ক্রিকেট দল অংশগ্রহণ করছে আর উদ্বোধনী খেলায় বান্দরবান বিশ্ববিদ্যালয় বনাম জাদিতং যুব সংঘ এবং টুয়ান্টি নাইন বয়েজ ক্লাব বনাম কো ফো কো য়ু ক্রিকেট ক্লাবের মধ্যে প্রতিদ্ধন্ধীতামুলক ম্যাচ অনুষ্ঠিত হয়। টান টান উত্তেজনা আর জমজমাট এই আয়োজনে রাজারমাঠ জুড়ে দর্শকরা ছিল উচ্ছস্বিত। আগামী ৩০ মার্চ সাংগ্রাই ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, প্রতিবছর বান্দরবানে মারমা সম্প্রদায়ের উৎসব উদযাপন পরিষদ সাংগ্রাই উৎসবকে কেন্দ্র করে ক্রিকেট, ভলিবল, ফুটবল, হ্যান্ডবলসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে এবং বিজয়ী ও রানার্স আপ দলকে বিভিন্ন ধরণের পুরস্কার ও ক্রেস্ট প্রদান করার পাশাপাশি ক্রীড়াঙ্গনকে উজ্বীবিত করতে নিয়মিত কাজ করে যাচ্ছে।

কেকে/এমএস
আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   সাংগ্রাই   ক্রিকেট টুর্ণামেন্ট  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আনোয়ারায় উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
হারিয়ে যাওয়া ৮৪টি মোবাইল উদ্ধার করল ঝিনাইদহ সাইবার সেল
‘বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব’
নর্থ মেসিডোনিয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ড, নিহত ৫১
এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে ১৯ লাখের বেশি শিক্ষার্থী

সর্বাধিক পঠিত

রেন্টিগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
মরণঘাতী ক্যানসার থেকে বাঁচতে চায় ভূঞাপুরের মঞ্জু
মসজিদের চাঁদা উত্তোলনে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১
বান্দরবানে শুরু হলো সাংগ্রাই ক্রিকেট টুর্ণামেন্ট
পাবিপ্রবিতে ধর্ম অবমাননার অভিযোগে দুই শিক্ষার্থী বহিষ্কার

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close