দেশব্যাপী নারীর প্রতি নিপীড়ন, সহিংসতা ধর্ষণ, হেনস্তা ও ধর্ষকের দ্রুত বিচারের দাবিতে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ মার্চ) বেলা ১১টায় নজিপুর বাসস্ট্যান্ড জিরো পয়েন্টে উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পত্নীতলার ছাত্র প্রতিনিধি মারুফ মোস্তফা, স্কাউট সদস্য মাসুমুল হক সিয়াম (রোভার স্কাউট), ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম, শাফিরুল, মেঘা, সুমাইয়া, মেহেরাব হোসেন , জোবায়ের, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী রিকশাওয়ালা, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
`আমার বোন কবরে খুনি কেন বাহিরে' `ধর্ষকদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন' `ধর্ষকদের আস্তানা, এই বাংলায় হবে না' `দড়ি লাগলে দড়ি নে ধর্ষকদের ফাঁসি দে' ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।
কেকে/এএস