লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
শনিবার (১৬ মার্চ) রাতে অভিযুক্ত শাহিন ইসলাম (২৮) নামের এক যুবককে গ্রেফতার করে আদিতমারী থানা পুলিশ।
গ্রেফতারকৃত শাহিন উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ গ্রামের শওকত আলীর ছেলে। তিনি পেশায় ফেরিওয়ালা। এ ঘটনায় রাতেই ওই নারীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদিতমারী থানায় একটি মামলা করেছেন। এর আগে সন্ধ্যায় স্থানীয়রা শাহিনকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকালে ওই নারী বাড়িতে একাই ছিলেন। বিষয়টি বুঝতে সুযোগ নিয়েছিলেন শাহীন। তবে ওই সময়ই বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীর ছোট ভাই বাড়িতে আসেন এবং শাহীনকে ধরে ফেলেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর সাংবাদিককে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
কেকে/এএম