চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অবৈধ বালু মহাল নিয়ে গত ১৫ মার্চ ‘হুমকির মুখে জমি-বসতভিটা’ শিরোনামে দৈনিক খোলা কাগজ পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৬ মার্চ) বিকালে বরুমচড়া হাইড্রোলিক এলিভেটর ড্যাম ও ভরার চর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘অবৈধ বালু উত্তোলন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি মামলায় দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
কেকে/ এমএস