চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পথশিশুদের নিয়ে মাতৃনিকেতনের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। এ আয়োজনে প্রায় অর্ধশতাধিক পথশিশু উপস্থিত ছিলেন।
রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশনে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করেছেন মাতৃনিকেতন। এতে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষকও উপস্থিত ছিলেন।
মাতৃনিকেতনের সভাপতি চটগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থী রনি ইসলাম জানান, রমজান উপলক্ষে পথশিশুদের সাথে ইফতার করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের এ কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন তাঁদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আমরা আমাদের সংগঠনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।
মাতৃনিকেতনের সম্মানিত উপদেষ্টা চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জি. এন. তানজিনা হাসনাত বলেন, মাতৃনিকেতনের পথশিশুদের সঙ্গে ইফতার আয়োজন খুবই একটা মহতী উদ্যোগ। এরকম উদ্যোগকে আমি স্বাগতম ও ধন্যবাদ জানাই। তাদের সকল ভালো কাজের সঙ্গে আমি সবসময় শরীক থাকবো।
মাতৃনিকেতন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদের হাত ধরে গড়ে উঠলেও বর্তমান জগন্নাথ, জাহাঙ্গীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই সংগঠনে রয়েছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে বৃদ্ধ ও পথশিশুদের পুনর্বাসন ও মানবসম্পদে পরিণত করা। শিশুদের আশ্রয়স্থল যেমন মা তেমনি অসহায় মানুষের আস্থার জায়গা হচ্ছে মাতৃনিকেতন। বর্তমানে ৬ টি ডিপার্টমেন্ট ও ১৬ টি অফিসের মাধ্যমে এর কার্যক্রম পরিচালনা হচ্ছে।
কেকে/ এমএস