সোমবার, ১৭ মার্চ ২০২৫,
৩ চৈত্র ১৪৩১
বাংলা English

সোমবার, ১৭ মার্চ ২০২৫
শিরোনাম: রায়ে সন্তুষ্ট, তবে দ্রুত কার্যকরের প্রত্যাশা আবরারের বাবার      ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনকে সাহায্য করতে চায়: সিইসি      সৌদিতে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল জ্যোতির্বিজ্ঞানীরা       আবরার হত্যা: ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল      ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ২৪      চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব      ঈদ ঘিরে সক্রিয় জাল টাকার কারবারিরা      
গ্রামবাংলা
নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে সড়ক অবরোধ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ মার্চ, ২০২৫, ১০:২৬ পিএম  (ভিজিটর : ৩৪)
সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ। ছবি: প্রতিনিধি

সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ। ছবি: প্রতিনিধি

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৬ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের চৌরঙ্গী মোড়ে দুই ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। এ সময় ওই পথের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

নীলফামারীর সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়।

এ সময় আন্দোলনকারীরা চৌরঙ্গী মোড়ের চারদিকের সড়কে ব্যারিকেট তৈরি করে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে বক্তৃতা দেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুব উর রহমান, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ, ড্যাবের জেলা সভাপতি মো. সোহেলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মোর্শেদ আজম, জেলা জিয়া পরিষদের আহবায়ক আবু সাদেক চৌধুরী, নীলফামারী মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী অর্পিতা চৌধুরী, ৪র্থ বর্ষের শিক্ষার্থী কাজী রাহাতুল জান্নাত, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহা প্রমুখ।

নীলফামারী মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী অর্পিতা চৌধুরী তার বলেন, নীলফামারী মেডিকেল কলেজটি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। শুরুর দিকে কিছু জনবল ও অবকাঠামোগত  ঘাটতি থাকলেও শিক্ষার্থী ও শিক্ষকদের প্রচেষ্ঠায় রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পেশাগত পরীক্ষাগুলোতে নীলফামারী মেডিকেল কলেজ বরাবরই প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে। বিশেষভাবে ২০২১-২২ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত প্রথম পেশাগত পরীক্ষায় ২৪টি মেডিকেল কলেজের মধ্যে পাশের হারে নীলফামারী মেডিকেল কলেজ প্রথম স্থান অর্জন করে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, সাম্প্রতিক বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে দেশের কিছু সরকারি মেডিকেল কলেজ বন্ধের আলোচনা চলছে। যেখানে আমাদের প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত। কিন্তু এসব বিবেচনায় নীলফামারী মেডিকেল কলেজ কোনোভাবেই মানহীন তালিকায় আসতে পারে না।

বক্তারা বলেন, ‘এই সরকারের কাজ হলো দ্রুত নির্বাচন দিয়ে ফিরে যাওয়া। তারা সেটি না করে নীলফামারীতে প্রতিষ্ঠিত মেডিকেল কলেজটি নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। নীলফামারীর জনগণ এটা কোনোভাবেই মেনে নিবে না।’

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রকারীদের কঠোর হুশিয়ারী উচ্চারণ করে জেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুব উর রহমান বলেন, এমন সিদ্ধান্ত নেয়া হলে সেদিন থেকে নীলফামারী জেলা ব্লকেট ঘোষণা করে অচল করে দেওয়া হবে। সারা দেশের সঙ্গে বন্ধ করে দেয়া হবে, রেল পথ, সড়ক পথ ও আকাশ পথ।

উল্লেখ্য একই দাবিতে গত ৬ মার্চ নীলফামারীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  নীলফামারী মেডিকেল কলেজ   ষড়যন্ত্র   সড়ক অবরোধ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শ্রীমঙ্গলে প্রশাসনের অভিযানে আড়াই কোটি টাকার খাস জমি উদ্ধার
আওয়ামী নেতাকে সরকারি খাস জমি বন্দোবস্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন
১৫ কোটি টাকার অবৈধ স্থাপনা উদ্ধার করল প্রশাসন
সিলেটে আ.লীগের ৩৬ নেতাকর্মীর আগাম জামিন
কিশোরগঞ্জে ভিজিএফের চাল পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ

সর্বাধিক পঠিত

রেন্টিগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
আনোয়ারায় উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
বান্দরবানে শুরু হলো সাংগ্রাই ক্রিকেট টুর্ণামেন্ট
পাবিপ্রবিতে ধর্ম অবমাননার অভিযোগে দুই শিক্ষার্থী বহিষ্কার
পত্নীতলায় ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close