মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশ ইউনিয়নে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশষ্য (চাল) ৭ হাজার ৩৮৭ পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে ১০ কেজি জনপ্রতি বিতরণ করা হয়েছে। সরকারের ঈদ উপহারের চাল পেয়ে খুশি এলাকার নিন্ম আয়ের মানুষ।
রোববার (১৬ মার্চ) সকাল দশটায় উপজেলার চৌদ্দশ ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশে চাল নিতে সকাল থেকে পরিষদ চত্বরে জমা হয়েছে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ।
পরে সকাল সাড়ে দশটায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চৌদ্দশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতহার আলী।
চাল নিতে আসা আমেনা বেগম বলেন, আর মাত্র কয়েক দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদের আগে সরকারের বিশেষ বরাদ্দের ১০ কেজি চাল পেয়ে আমি খুব খুশি। ঈদে সেমাই চিনি কিনতে পারবো। আমি আতাহার চেয়ারম্যানের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি।
ইউপি চেয়ারম্যান মো. আতহার আলী বলেন, সকলে যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেই লক্ষ্যে সরকার ২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে সারাদেশে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করেন। তারই অংশ হিসেবে চৌদ্দশ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অসহায়, গরিব ও দুস্থ ৭হাজার ৩৮৭ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, মাপে যেন কমবেশি না হয় সেজন্য ওয়েট স্কেলের মাধ্যমে মেপে নিজের অর্থায়নে ১০টাকার ব্যাগে প্যাকেট করে প্রত্যেকের মাঝে চালগুলো বিতরণ করা হয়েছে।
চাল বিতরণকালে তদারকি অফিসার ও ইউপি সচিব গোলাম রুহানীসহ সকল ইউপিসদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া বলেন, জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারের বিশেষ বরাদ্দকৃত চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১টি করে তদারকি অফিসার রয়েছেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম চলছে।
কেকে/ এমএস