চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হীরু ও তার পিতা গোলাম হোসেনের বিরুদ্ধে সরকারি খাস জমি বন্দোবস্ত নেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (১৬ মার্চ) বিকাল ৫টায় লোহাগাড়া বটতলি মোটরস্টেশন এলাকার একটি রেস্তোরার হল রুমে আওয়ামী লীগ নেতার নামে খাস জমি বন্দোবস্ত দেওয়ার অভিযোগ তুলে এ সংবাদ সম্মেলন করেন মোস্তফা গ্রুপ। মোস্তফা গ্রুপের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট ফারুক উদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মোস্তফা গ্রুপের মালিকানাধীন ভবনের পেছনে ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন হীরুর বাবা গোলাম হোসেনের স্থাপনার পিছনে বিএস ৭১৩ নং দাগের ৫ শতক জমি সরকারি খাস রয়েছে। মোস্তফা গ্রুপ ও গোলাম হোসেন উভয়েই উক্ত খাস জমি নিজেদের নামে বরাদ্দ চেয়ে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন। সরকারি কিছু অসাধু কর্মচারী ও কর্মকর্তা যোগসাজসে উক্ত খাস জমি আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন হীরুর বাবার নামে বন্দোবস্ত দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে অভিযুক্তদের পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাসান বলেন, বন্দোবস্তের একটি আবেদনে প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়েছি। কেউ যদি বন্দোবস্তের আবেদনের বিরুদ্ধে আপত্তি জানান সেটি জেলা প্রশাসক বিবেচনায় নিবেন।
এসময় উপস্থিত ছিলেন মোস্তফা গ্রুপের লোহাগাড়ার ম্যানেজার আব্দুস সালাম, সৌদিয়া পরিবহনের লোহাগাড়ার জিএম আজিজুর রহমান প্রমুখ।
এসময় লোহাগাড়ায় কর্মরত সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কেকে/এজে