রবিবার, ২০ এপ্রিল ২০২৫,
৭ বৈশাখ ১৪৩২
বাংলা English

রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম: শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের আদেশ      এনসিপির হাত ধরে আ.লীগের পুনর্বাসন      গণতন্ত্রের কোনও বিকল্প নাই: মির্জা ফখরুল      উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস-প্রেস সচিবের বিরুদ্ধে অভিযোগ      প্রতীক্ষা শেষে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ      রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে      বাজে হারে অনিশ্চয়তায় টাইগ্রেসদের বিশ্বকাপ স্বপ্ন       
আন্তর্জাতিক
ভারতে খোলা জায়গায় নামাজ পড়ায় শিক্ষার্থী গ্রেফতার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১০:৪৬ এএম  (ভিজিটর : ১৫০)
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের মিরাটে আইআইএমটি বিশ্ববিদ্যালয়ে খোলা এলাকায় নামাজ পড়ার অভিযোগে পুলিশ একজন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। 

রোববার (১৬ মার্চ) কর্মকর্তারা এই খবর নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সম্প্রতি হিন্দুদের হোলি উদযাপনের সময়, বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ পড়ে তা ভিডিও করে সামাজিক মাধ্যমে ছাড়া হয়। পরে স্থানীয় হিন্দু গোষ্ঠীগুলোর প্রতিবাদের মুখে খালিদ প্রধান নামের ওই শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার জন্য খালিদ প্রধান এবং তিনজন নিরাপত্তা কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে। পাশাপাশি ভিডিও আপলোডকারী খালিদ প্রধানের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে।

পুলিশের সার্কেল অফিসার সদর দেহাত শিব প্রতাপ সিং ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, আইআইএমটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নামাজ পড়ার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর খালিদ প্রধানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার গঙ্গা নগর থানার এসএইচও অনুপ সিং বলেন, একজন কার্তিক হিন্দুর অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছে। এতে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ধারা ২৯৯ এবং তথ্য প্রযুক্তি (সংশোধন) আইন, ২০০৮-এর প্রাসঙ্গিক বিধানের অধীনে ওই মামলা দায়ের করা হয়েছে।

আইআইএমটি বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র সুনীল শর্মা বলেছেন, অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে যে একটি খোলা জায়গায় নামাজ পড়া হয়েছিল এবং এর ভিডিও "সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত করার" জন্য আপলোড করা হয়েছিল।

প্রসঙ্গত, এ বছর হোলি উদযাপন পবিত্র রমজান মাসের দ্বিতীয় শুক্রবার হয়েছে। হোলির জন্য ভারতের বিভিন্ন জায়গায় জুমার নামাজের সময় পিছিয়ে দেয়া হয়েছে, কোথাও আবার কাপড় দিয়ে মসজিদ ঢেকে দেয়া হয়েছে।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  নামাজ পড়ায় শিক্ষার্থী গ্রেফতার   খোলা জায়গায় নামাজ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শরীয়তপুরের বিএনপির দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
রাজধানীতে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের আদেশ
হবিগঞ্জ-বানিয়াচং সড়কে কোম্পানির গাড়িতে ডাকাতি

সর্বাধিক পঠিত

ভাতিজার সাথে পরকীয়ায় লিপ্ত চাচী, হাতেনাতে ধরলো স্বামী
পুরুষ হয়ে নারী সেজে টাকা উপার্জনের ধান্দা ‘জুতির মা’
মদনে ১২ বছরের মেয়ে ২ মাসের অন্ত:সত্ত্বা
‘অবশেষে নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’
সালথায় যুবকের লাশ উদ্ধার

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close