নাটোরের সিংড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে সাকিবুল হাসান স্বচ্ছ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (১৬ মার্চ) রাত ১১টার দিকে সিংড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সাকিবুল হাসান স্বচ্ছ খাজুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয়রা জানায়, ফেসবুকের একটি পোস্টে মন্তব্য করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করে সাকিবুল হাসান স্বচ্ছ।
বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নেয়। এরপরে স্থানীয়রাসহ মুসল্লিরা থানায় গিয়ে সাকিবুল হাসান স্বচ্ছের বিচার দাবি করেন।
এ বিষয়ে সিংড়া থানার ওসি আসমাউল হক উত্তেজিত জনতাকে শান্ত করতে তাদের উদ্দেশ্যে বলেন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে কটুক্তিকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ওসির আশ্বাসে উত্তেজনাকর পরিস্থিতি শান্ত হয়।
কেকে/এআর