আমরা উজিরপুরের সন্তানের (আউস) উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ মার্চ) রমজানে বরিশালের উজিরপুর সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি আ. রহিম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আউসের প্রতিষ্ঠাতা প্রবীণ সাংবাদিক মো. শাহ আলম ডাকুয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—আউসের অন্যতম সংগঠক ক্রীড়াবিদ আব্বাস আলী তালুকদার, সাংবাদিক ও লেখক মো. মোয়াজ্জেম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. জাকারিয়া মাস্টার, প্রভাষক ও কবি মাহবুবুর রহমান, সমাজসেবক মো. জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকির প্রমুখ।
বক্তারা প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ সময় আউসের নেতারা 'উজিরপুরে ইতিহাস ও ঐতিহ্য' নামে একটি পূর্ণাঙ্গ ইতিহাস রচনা, উজিরপুরের লোককথা সংগ্রহ করে লোকগ্রন্থ প্রকাশ ও উজিরপুরে একটি জাদুঘর প্রতিষ্ঠা করার পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন-আউস সদস্য কামরুন নাহার লাকি, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, দফতর সম্পাদক জুনায়েদ খান সিয়াম, প্রকাশনা সম্পাদক বিপ্লব হাজারী, গোলাম মোস্তফা আকাশ, রফিকুল ইসলাম হিমেল প্রমুখ।
কেকে/এআর