সোমবার, ১৭ মার্চ ২০২৫,
৩ চৈত্র ১৪৩১
বাংলা English

সোমবার, ১৭ মার্চ ২০২৫
শিরোনাম: গণঅভ্যুত্থানের সাত মাসে শ্রমজীবীদের কোন প্রত্যাশাই পূরণ হয়নি: সাইফুল হক      ভারতীয় মিডিয়া বিশ্বে বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা      ধর্ষণের মিথ্যা মামলার ক্ষেত্রেও থাকছে কঠোর বিধান      কাঠগড়ায় কাঁদলেন শাজাহান খান      খালের উৎপত্তিস্থলে ফ্যাক্টরি নির্মাণে স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা       নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনে নীতিগত অনুমোদন      ‘আইন সঠিকভাবে প্রয়োগ করতে পারলে যুদ্ধে জয়ী হওয়া সম্ভব’      
গ্রামবাংলা
জমে উঠেছে ঈদ বাজার, নজর কাড়ছে আফগানি-পাকিস্তানি
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৫:৩৫ পিএম আপডেট: ১৭.০৩.২০২৫ ৫:৩৭ পিএম  (ভিজিটর : ৬৫)
উপজেলা সদর আড়পাড়া বাজার থেকে তোলা। ছবি: প্রতিনিধি

উপজেলা সদর আড়পাড়া বাজার থেকে তোলা। ছবি: প্রতিনিধি

আসন্ন ঈদুল  ফিতরকে সামনে রেখে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া মার্কেটে জমে উঠেছে কেনাকাটার ধুম। সকাল থেকে রাত অবধি চলছে বেচাকেনা। কেউ কিনছেন থ্রি পিস, কেউ পাঞ্জাবি, আবার কেউ কিনছেন বাহারি শাড়ি। 

সোমবার (১৭ মার্চ) উপজেলা সদর আড়পাড়া বাজারের টাইম ফ্যাশন, নিউ ফ্যাশন, অভি ফ্যাশন, নারি কুঠির, জয় ফ্যাশন, পোশাক ঘর, আরাফাত পাঞ্জাবি হাউজ, রায় বস্ত্রলায়সহ বিভিন্ন বিতানগুলোতে ঘুরে এমনই দৃশ্য দেখা গেছে। 

সরেজমিন ঘুরে দেখা যায়, বিভিন্ন দোকানে কেউ কিনছেন পাঞ্জাবি, কেউ শাড়ি কেউ বা থ্রি পিস। যেখানে প্রতিটি থ্রিপিস বিক্রি হচ্ছে ৭০০ টাকা ৩০০০ টাকা পর্যন্ত। এর মধ্যে সাড়ারা, গাড়ারা, নায়েরা, আলিয়াভাট, হোয়াইট গোল্ড, পাকিস্তানি ও আফগানি নজর কাড়ছে থ্রি পিস প্রিয় ক্রেতাদের। পাশাপাশি বাহারি রঙের টুপি ও পাঞ্জাবি কিনতে ভিড় জমাচ্ছেন লেবাস ফ্যাশন ও অভি ফ্যাশনে যেখানে একটি পাঞ্জাবী বিক্রি হচ্ছে ৬০০ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত। 
এবছর কাপড়ের দাম একটু বেশি হলেও ভালো মানের কাপড় বিক্রি করছি বলে দাবি করেছেন বিক্রেতারা তবে ভিন্ন কথা বলছেন ক্রেতারা। ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবছর কাপড়ের দাম তুলনামূলকভাবে অনেক বেশি। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মানসম্মত কাপড় কিনতে সকল শ্রেণি-পেশার মানুষ ভিড় জমাচ্ছেন উপজেলা সদর আড়পাড়া বাজারে। 

এমনি একজন ক্রেতা মৌসুমী খাতুন। তিনি জানান, গত দুই বছর ঈদের কেনাকাটা তেমনভাবে করতে পারেনি, তাই এবছর দাম একটু বেশি হলেও পরিবারের সদস্যের জন্য কমবেশি কাপড় কিনে দেওয়ার চেষ্টা করছি। গত বছরের চেয়ে এ বছর কাপড়ের মূল্য একটু বেশি বলেও অভিযোগ করেছেন তিনি।

আরো কয়েকজন ক্রেতা জানান, গত বছরের চেয়ে এবার কাপড়ের দাম তুলনামূলক অনেক বেশি। ফলে নিম্নআয়ের মানুষের কাপড় কিনতে বেশ বেগ পেতে হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

আড়পাড়া বাজারের অভি ফ্যাশনের স্বত্বাধিকারী অভি বিশ্বাস বলেন, গত বছরের চেয়ে এ বছর বেশি মূল্যে কাপড় ক্রয় করতে হয়েছে। তাই আমাদের বাধ্য হয়েই একটু বেশি মূল্যে কাপড় বিক্রি করতে হচ্ছে। 

আড়পাড়া বাজারের পোশাক ঘরের প্রোপাইটর নিমাই শাহা বলেন, পাকিস্তানি, আফগানি ও আবায়া কাপড়ের ক্রেতা বেশি। দাম একটু বেশি হলেও , মান ভালো থাকায় ক্রেতারা টাকার দিকে ছাইছে না। বিদেশী থ্রি পিসের চেয়ে দেশি থ্রি পিসের চাহিদা বেশি বলেও জানান তিনি।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  ঈদ বাজার   আফগানি   পাকিস্তানি   পোষাক  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বাঞ্ছারামপুরে তেল নিয়ে কারসাজি, সাত ব্যবসায়ীকে জরিমানা
স্বাধীনতা দিবসে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আসছে নতুন ট্রেন
সোনাগাজীতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিল
৮ মাসের শিশুর হাত-পা ভেঙ্গে পালিয়েছে গর্ভধারিণী মা
আদিতমারীতে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল

সর্বাধিক পঠিত

সালথায় আধিপত্য বিস্তারে দুই গ্রুপের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর
বাঞ্ছারামপুরে তেল নিয়ে তেলেসমাতি
কিশোরগঞ্জে জামায়াতের আইনজীবী বিভাগের ইফতার মাহফিল
ভারতে খোলা জায়গায় নামাজ পড়ায় শিক্ষার্থী গ্রেফতার
সীতাকুণ্ডে ঝুঁকির কবলে ব্যবসায়ী, বিষপানে আত্মহত্যা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close