বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪,
২৩ কার্তিক ১৪৩১
বাংলা English

বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
শিরোনাম: ডেঙ্গুতে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ১১০৯      যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ করতে চায় রাশিয়া      বাধ্যতামূলক অবসরে পুলিশের ৯ কর্মকর্তা       মার্কিন নির্বাচনে ঐতিহাসিক জয়ে ট্রাম্পকে ড. ইউনূসের অভিনন্দন      ছাত্রলীগ সভাপতিকে নিয়ে টকশো স্থগিত করলেন খালেদ মুহিউদ্দীন      ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো গভীর হবে: প্রেস সচিব      আগামীর বাংলা হবে ইসলামপন্থিদের বাংলা: ফয়জুল করীম       
গ্রামবাংলা
যুবদলকর্মীর নেতৃত্বে সাংবাদিকের বাড়িসহ ২০ বাড়িতে হামলা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ১২:১৭ পিএম  (ভিজিটর : ৫১)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা মহানগরীর কাশারীপট্টি এলাকায় এক যুবদলকর্মীর নেতৃত্বে অন্তত ২০টি বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা দুই সাংবাদিকের বাড়িতেও ভাঙচুর চালায়।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে রাহাত হোসেন জয় (১৮) নামের এক কলেজ ছাত্র আহত হয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী কাটাবিল এলাকায় দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে মাদকব্যবসা চলছে। মাদক কারবারিরা কাশারীপট্টি এলাকাটিকে মাদকের রোড হিসেবে ব্যবহার করতো। বিষয়টি নিয়ে কাশারীপট্টি এলাকার মানুষ মাদক কারবারিদের বাধা দেয়। এতে মাদক কারবারিরা ২৫ থেকে ৩০ জনের একটি দলসহ মঙ্গলবার সন্ধ্যায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে কাশারীপট্টি এলাকায় হামলা চালায়।

হামলাকারীরা কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও তার ছোট ভাই সময় টিভির কুমিল্লা প্রতিনিধি ইশতিয়াক আহমেদের বাড়ি, শাহ আলম, আবদুল হক, মাহবুবের গ্যারেজ, রাসেলের দোকানসহ অন্তত ২০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় স্থানীয় তোফায়েল আহমেদের ছেলে কলেজ পড়ুয়া রাহাত হোসেন জয় ঘর থেকে বেরিয়ে আসলে হামলাকারীরা তাকে পুরো শরীরে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন বলেও জানান এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, মৌলভীপাড়া এলাকার জুম্মনের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। জুম্মন কুমিল্লা মহানগর যুবদলের কর্মী। তিনি কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর অনুসারী হিসেবে পরিচিত। এ বিষয়ে জানতে যুবদলকর্মী জুম্মনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু জানান, জুম্মন যুবদলকর্মী। সে যদি কোনো অপরাধ করে থাকে আইন অনুযায়ী তার বিচার হবে।

আহত জয়ের বাবা তোফায়েল আহমেদ জানান, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে তার ছেলেকে কুপিয়ে মারাত্মক আহত করেছে। পরে জয়কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

কেকে/এমআই
আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   বিএনপি   যুবদল   মাদকব্যবসা   সাংবাদিক   হামলা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরো ৪ মৃত্যু, হাসপাতালে ১১০৯
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ করতে চায় রাশিয়া
বাধ্যতামূলক অবসরে পুলিশের ৯ কর্মকর্তা
মার্কিন নির্বাচনে ঐতিহাসিক জয়ে ট্রাম্পকে ড. ইউনূসের অভিনন্দন
ছাত্রলীগ সভাপতিকে নিয়ে টকশো স্থগিত করলেন খালেদ মুহিউদ্দীন

সর্বাধিক পঠিত

ধামরাইয়ে বাস উল্টে হেলাপার নিহত, আহত অর্ধশতাধিক
মতলব উত্তরে পারিবারিক সহিংসতায় গত ৩ মাসে ৭ খুন
নীলফামারীতে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে আনন্দ র‌্যালি
ক্যাফেটেরিয়ার খাবারের মান নিয়ে কুবি উপাচার্যের অসন্তোষ
হাবিপ্রবিতে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময়

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝