হবিগঞ্জের বাহুবলে বলাৎকারের শিকার ৪ বছরের শিশুকে সিলেটে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আবদিন মিয়া (১৫) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।
রোববার (১৬ মার্চ) রাত ১২ টার দিকে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ মার্চ শনিবার দুপুর ১ টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের ভাটপাড়া গ্রামের দিনমজুর শাহিন মিয়ার শিশু পুত্র তুহিন মিয়া (৪) বাড়ির পাশে খেলা করছিল। এ সুযোগে পাশের বাড়ির ছুরাব উল্লার ছেলে আবদিন মিয়া ভিকটিম তুহিন মিয়া (৪) কে একটি সবজির জমিতে নিয়ে যায় এবং জোরপূর্বক বলাৎকার করে। এ সময় শিশুটি চিৎকার দিলে লোকজন ছুটে যান ঘটনাস্থলে এবং রক্তক্ষরন শুরু হয়েছে দেখে তারা শিশুটিকে সিলেটে একটি প্রাইভেট হাসপাতালে প্রেরন করেন। পরবর্তীতে বিষয়টি স্থানীয় পর্যায়ে মিমাংসার চেষ্টা চালানো হয়।
শনিবার ১৬ মার্চ রাত ৯ টার দিকে ঘটনার খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে পৌছে আসামীর খালার বাড়ী থেকে আসামীকে আটক করা হয়। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম।
কেকে/ এমএস