মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নে তিন হাজার ৩৯৯ জন দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকালে নোয়াবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ভিজিএফ কর্মসূচি আওতার চাল নিতে সকাল থেকে পরিষদ চত্বরে জমা হয় বিভিন্ন বয়সের নারী ও পুরুষ। এ সময় ১০ কেজি চাল পেয়ে খুশি এলাকার নিম্ন আয়ের মানুষ।
ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামাল বলেন, সকলে যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেই লক্ষ্যে সরকার ২০২৪-২৫ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করেন। তারই অংশ হিসেবে নোয়াবাদ ইউনিয়নের ৯ ওয়ার্ডের অসহায়, গরিব ও দুস্থ তিন হাজার ৩৯৯ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, আমি আমার ইউনিয়নের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি সদস্য ও এলাকার মসজিদের ইমামদের সমন্বয় করে কার্ডগুলো বিতরণ করেছি। বিভিন্ন অনিয়ম এবং মাপে যেন কম না হয় সেদিকে আমি সর্তক রয়েছি।
চাল বিতরণকালে তদারকি অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা মুত্তাসিম বিল্লাহ ফারুকী, করিমগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল আলম বকুল, করিমগঞ্জ উপজেলা তাঁতীদলের সভাপতি আবু তাহের, নোয়াবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল জলিল, ইউপি সচিব মো. এখলাছ উদ্দিনসহ সকল ইউপিসদস্য ও এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কেকে/এজে