ফেনীর সোনাগাজীতে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) বিকালে জারা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা সভাপতি মুফতি মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হারুনুর রশিদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক মুসা।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ফেনী জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা, সেক্রেটারি এসএম বদরুদ্দোজা, ইসলামি আন্দোলনের উপজেলা সেক্রেটারি হাফেজ মুহাম্মদ হিজবল্লাহ, মানবাধিকার নেতা কাজী মিজানুর রহমান মিস্টার, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- খেলাফত মজলিসের পৌর সভাপতি ওমর ফারুক, আমিরাবাদ ইউনিয়ন সভাপতি মাওলানা হেদায়েতুল ইসলাম, মতিগঞ্জ ইউনিয়ন সভাপতি মাওলানা আবু সাইদ ও ছাত্রমজলিসের সাংগঠনিক সম্পাদক মো. আলা উদ্দিন প্রমুখ।
কেকে/এজে