মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫,
৪ চৈত্র ১৪৩১
বাংলা English

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
শিরোনাম: গণঅভ্যুত্থানের সাত মাসে শ্রমজীবীদের কোন প্রত্যাশাই পূরণ হয়নি: সাইফুল হক      ভারতীয় মিডিয়া বিশ্বে বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা      ধর্ষণের মিথ্যা মামলার ক্ষেত্রেও থাকছে কঠোর বিধান      কাঠগড়ায় কাঁদলেন শাজাহান খান      খালের উৎপত্তিস্থলে ফ্যাক্টরি নির্মাণে স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা       নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনে নীতিগত অনুমোদন      ‘আইন সঠিকভাবে প্রয়োগ করতে পারলে যুদ্ধে জয়ী হওয়া সম্ভব’      
প্রিয় ক্যাম্পাস
ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে রাহাত ও সাব্বির
ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৯:৫৫ পিএম  (ভিজিটর : ৩৯)
সভাপতি ইসমাইল হোসেন রাহাত ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির। ছবি: প্রতিনিধি

সভাপতি ইসমাইল হোসেন রাহাত ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির। ছবি: প্রতিনিধি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪ সালের কমিটি বিলুপ্ত এবং ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইসমাইল হোসেন রাহাত ও সাধারণ সম্পাদক হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাজ্জাদ সাব্বির মনোনীত হয়েছেন। 

সোমবার (১৭ই মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিলে নতুন এ কমিটি ঘোষণা করা। 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইবির সাবেক সভাপতি মুহাম্মাদ আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ ফয়জুল ইসলাম ও প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীম, মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাহিদ হাসান, সায়েম আহমেদ, সাজ্জাতুল্লাহ শেখ, শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ ও অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ। 

এ সময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন তারা প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখেছেন। ইসলামী ছাত্র আন্দোলন অন্যান্য ছাত্র সংগঠনের চেয়ে অবশ্যই ভিন্ন। এই সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কখনোই কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি কিংবা কারো প্রতি অতিউৎসাহী হয়ে হামলা করার রেকর্ড নাই। আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয় সেজন্য ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। আমরা একটি দমবন্ধ অবস্থায় ছিলাম। সেখান থেকে মহান আল্লাহ আমাদের একটি মুক্ত স্বাধীন পরিবেশে অনুষ্ঠানের সুযোগ দিয়েছেন। ইতোপূর্বে ক্যাম্পাসে সম্মেলন করা তো দূরের কথা, সম্মেলনের প্রস্তুতিও শুরুর আগেই আমাদের ভাইদের উপর হামলা করেছে তৎকালীন ছাত্র সংগঠন। আগামীর বাংলাদেশে যেন কোনভাবে নতুন কোন স্বৈরাচারের জন্ম না হয় সেদিকে আপনাদের সচেতন থাকতে হবে। 

বক্তারা আরো বলেন, রোজা মহান আল্লাহর রহমত। এই রমজানে কোরআন নাজিল হয়েছে। আমাদের রমজানকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে এবং তাকওয়া অর্জন করতে হবে। আমাদের সমস্ত পাপাচার, অন্যায়, অশ্লীলতা ও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। ইসলামের আদর্শে আমাদের জীবন গড়তে হবে৷ নিজেদের অন্তরে মহান আল্লাহর ভয় জাগ্রত রাখতে হবে৷ আমরা রমজানে যেভাবে নিজেদের সংযমী করছি, পানাহার থেকে বিরত থাকছি, বিভিন্ন জিনিস থেকে বিরত থাকছি, এই শিক্ষা যদি আমরা বাকি ১১ মাসও নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের দৈনন্দিন জীবন অনেক সুন্দর ও সাবলীল হবে। বাংলাদেশের মাটিতে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  ইবি   ইসলামী ছাত্র আন্দোলন   কমিটি ঘোষণা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কুমিল্লায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি
চুয়াডাঙ্গার জীবননগরে ৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
জীবিত আছিয়াদের নিরাপত্তার দাবিতে স্কুল শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি
মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের মশাল মিছিল ও মানব বন্ধন
‘গণমাধ্যমে অবাদ তথ্য সরবরাহ নিশ্চিত করতে হবে’

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে তেল নিয়ে কারসাজি, সাত ব্যবসায়ীকে জরিমানা
সালথায় আধিপত্য বিস্তারে দুই গ্রুপের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর
কিশোরগঞ্জে জামায়াতের আইনজীবী বিভাগের ইফতার মাহফিল
মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের মশাল মিছিল ও মানব বন্ধন
আবারো সিরাজগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close