রবিবার, ২০ এপ্রিল ২০২৫,
৭ বৈশাখ ১৪৩২
বাংলা English

রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম: গণতন্ত্রের কোনও বিকল্প নাই: মির্জা ফখরুল      উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস-প্রেস সচিবের বিরুদ্ধে অভিযোগ      প্রতীক্ষা শেষে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ      রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে      বাজে হারে অনিশ্চয়তায় টাইগ্রেসদের বিশ্বকাপ স্বপ্ন       আগামী নির্বাচন ইতিহাসের সর্বোত্তম নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা       ফ্যাসিবাদীদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদ এখনো যায়নি: জামায়াত আমির      
প্রিয় ক্যাম্পাস
ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে রাহাত ও সাব্বির
ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৯:৫৫ পিএম  (ভিজিটর : ৮০)
সভাপতি ইসমাইল হোসেন রাহাত ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির। ছবি: প্রতিনিধি

সভাপতি ইসমাইল হোসেন রাহাত ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির। ছবি: প্রতিনিধি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪ সালের কমিটি বিলুপ্ত এবং ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইসমাইল হোসেন রাহাত ও সাধারণ সম্পাদক হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাজ্জাদ সাব্বির মনোনীত হয়েছেন। 

সোমবার (১৭ই মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিলে নতুন এ কমিটি ঘোষণা করা। 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইবির সাবেক সভাপতি মুহাম্মাদ আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ ফয়জুল ইসলাম ও প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীম, মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাহিদ হাসান, সায়েম আহমেদ, সাজ্জাতুল্লাহ শেখ, শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ ও অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ। 

এ সময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন তারা প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখেছেন। ইসলামী ছাত্র আন্দোলন অন্যান্য ছাত্র সংগঠনের চেয়ে অবশ্যই ভিন্ন। এই সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কখনোই কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি কিংবা কারো প্রতি অতিউৎসাহী হয়ে হামলা করার রেকর্ড নাই। আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয় সেজন্য ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। আমরা একটি দমবন্ধ অবস্থায় ছিলাম। সেখান থেকে মহান আল্লাহ আমাদের একটি মুক্ত স্বাধীন পরিবেশে অনুষ্ঠানের সুযোগ দিয়েছেন। ইতোপূর্বে ক্যাম্পাসে সম্মেলন করা তো দূরের কথা, সম্মেলনের প্রস্তুতিও শুরুর আগেই আমাদের ভাইদের উপর হামলা করেছে তৎকালীন ছাত্র সংগঠন। আগামীর বাংলাদেশে যেন কোনভাবে নতুন কোন স্বৈরাচারের জন্ম না হয় সেদিকে আপনাদের সচেতন থাকতে হবে। 

বক্তারা আরো বলেন, রোজা মহান আল্লাহর রহমত। এই রমজানে কোরআন নাজিল হয়েছে। আমাদের রমজানকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে এবং তাকওয়া অর্জন করতে হবে। আমাদের সমস্ত পাপাচার, অন্যায়, অশ্লীলতা ও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। ইসলামের আদর্শে আমাদের জীবন গড়তে হবে৷ নিজেদের অন্তরে মহান আল্লাহর ভয় জাগ্রত রাখতে হবে৷ আমরা রমজানে যেভাবে নিজেদের সংযমী করছি, পানাহার থেকে বিরত থাকছি, বিভিন্ন জিনিস থেকে বিরত থাকছি, এই শিক্ষা যদি আমরা বাকি ১১ মাসও নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের দৈনন্দিন জীবন অনেক সুন্দর ও সাবলীল হবে। বাংলাদেশের মাটিতে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  ইবি   ইসলামী ছাত্র আন্দোলন   কমিটি ঘোষণা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘অবশেষে নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’
সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুরের মধ্যে পুরুষ লেমুর উদ্ধার
মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে নারীসহ আটক আটক ৩
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু
ইমারত নির্মাণে ব্যত্যয় হলে সংযোগ বিচ্ছিন্ন

সর্বাধিক পঠিত

ভাতিজার সাথে পরকীয়ায় লিপ্ত চাচী, হাতেনাতে ধরলো স্বামী
টঙ্গীতে দুই শিশু হত্যায় গ্রেফতার মা
মদনে ১২ বছরের মেয়ে ২ মাসের অন্ত:সত্ত্বা
চীনের অর্থায়নে হাসপাতাল গঙ্গাচড়ায় নির্মাণের দাবীতে মানববন্ধন
সালথায় যুবকের লাশ উদ্ধার

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close