সোনাগাজী মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দেশব্যাপী ধর্ষণ, হত্যা ও মাদকের বিরুদ্ধে মশাল মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার (১৭ মার্চ) রাতে মতিগঞ্জ বাসস্ট্যান্ডে সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কে মশাল মিছিল শেষে গাজী মার্কেটের সামনে মানববন্ধন করে ইউনিয়ন ছাত্রদল।
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে মশাল মিছিল ও মানব বন্ধনে উপস্থিত ছিলেন, ঢাকা নিউ মার্কেট থানা ছাত্র দলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, বক্তারমুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন সুজন, সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদলের সহ সাংগঠনিক আবু ফরহাদ, বক্তারমুন্সি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সভাপতি শাখাওয়াত হোসেন রবিন, ফেনী জেলা ছাত্রদলের সদস্য শহিদুল ইসলাম আশিক, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো. বাবলু, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা মো. ফাহিম, মোরশেদ আলম, সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদল নেতা খালেদ বিন বেলালসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/ এমএস